Amul Sharam Cheese Fake: 'নকল হইতে সাবধান', সতর্কতা জারি করে বিবৃতি আমূলের
'নকল হইতে সাবধান।' এবার আমূলের (Amul) তরফে প্রকাশ করা হল বিবৃতি। যেখানে আমূলের তরফে জানানো হয়, শরম নামে যে চিজের (Amul Sharam Cheese) বিজ্ঞাপন পোস্ট করা হয়েছে সোশ্যালে, তা তাদের কোম্পানির নয়। শরমের সঙ্গে আমূলের কোনও যোগ নেই। শরম চিজ নামের যে পণ্যটির বিজ্ঞাপন করা হয়েছে, তা AI-এর মাধ্যমে তৈরি। ওই বিজ্ঞাপনে আমূলের লোগোর সঙ্গেও কোনও সাদৃশ নেই। তাই আমূল ব্র্যান্ডের সঙ্গে এই শরম চিজের কোনও সম্পর্ক নেই। এই বিজ্ঞাপনের প্রভাব যাতে জনমানসে না পড়ে, সেদিকে খেয়াল রেখেই আমূলের ভেরিফায়েড পেজ থেকে এই বিবৃতি জারি করা হয়।
দেখুন ট্যুইট...
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)