Amul Sharam Cheese Fake: 'নকল হইতে সাবধান', সতর্কতা জারি করে বিবৃতি আমূলের
'নকল হইতে সাবধান।' এবার আমূলের (Amul) তরফে প্রকাশ করা হল বিবৃতি। যেখানে আমূলের তরফে জানানো হয়, শরম নামে যে চিজের (Amul Sharam Cheese) বিজ্ঞাপন পোস্ট করা হয়েছে সোশ্যালে, তা তাদের কোম্পানির নয়। শরমের সঙ্গে আমূলের কোনও যোগ নেই। শরম চিজ নামের যে পণ্যটির বিজ্ঞাপন করা হয়েছে, তা AI-এর মাধ্যমে তৈরি। ওই বিজ্ঞাপনে আমূলের লোগোর সঙ্গেও কোনও সাদৃশ নেই। তাই আমূল ব্র্যান্ডের সঙ্গে এই শরম চিজের কোনও সম্পর্ক নেই। এই বিজ্ঞাপনের প্রভাব যাতে জনমানসে না পড়ে, সেদিকে খেয়াল রেখেই আমূলের ভেরিফায়েড পেজ থেকে এই বিবৃতি জারি করা হয়।
দেখুন ট্যুইট...