Amit Shah Mumbai Visit: গণপতি বাপ্পা দর্শনে মুম্বই সফরে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, যোগ দেবেন লক্ষ্মণ রাও ইনামদার মেমোরিয়াল স্মারক বক্তৃতায় (দেখুন টুইট)

আগামীকাল দুপুর ২টায় মুম্বাই বিমানবন্দরে পৌঁছানোর পর অমিত শাহ বিকাল ৩ টায় লালবাগের রাজাকে দেখতে যাবেন। এরপর তিনি মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে গণপতি বাপ্পাকে দর্শন করবেন।

Photo Credits: ANI

গণেশ উৎসবে যোগদান করতে  শনিবার (২৩ সেপ্টেম্বর) মুম্বাই সফরে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ।  আগামীকাল দুপুর ২টায় মুম্বাই বিমানবন্দরে পৌঁছানোর পর অমিত শাহ বিকাল ৩ টায় লালবাগের রাজাকে দেখতে যাবেন। এরপর তিনি মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে বাপ্পাকে দর্শন করবেন। এরপর সাড়ে ৫টায় মুম্বাই বিশ্ববিদ্যালয়ের লক্ষ্মণ রাও ইনামদার মেমোরিয়াল স্মারক বক্তৃতায় যোগ দেবেন এবং ৭টায় দিল্লির উদ্দেশে রওনা দেবেন।মুম্বাই বিশ্ববিদ্যালয় এবং সহকার ভারতী আয়োজিত লক্ষ্মণ রাও ইনামদার মেমোরিয়াল স্মারক বক্তৃতার কথা অমিত শাহ তাঁর নিজের টুইটার হ্যান্ডেলে শেয়ার করেছেন। দেখুন সেই পোস্ট-

পোস্ট দেখুন -

Union Home Minister Amit Shah will be on a day-long visit to Mumbai on September 23. During the visit, the Minister will offer prayers to Lord Ganesh idol installed by 'Sarvajanik Ganeshotsav Mandal' in Bandra West area and also offer prayers at another famous Lord Ganesh idol… pic.twitter.com/GqBL9Fgy1a

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now

Share Now