Air India Express Flight: যাত্রী বোঝাই বিমানে হঠাৎ ধোঁয়া, উড়ান বাতিল মাস্কাটগামী এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের

শুক্রবার সকাল সাড়ে ১০টা নাগাদ কেরলের তিরুবনন্তপুরম বিমানবন্দর থেকে যাত্রা করার কথা ছিল এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের IX- 549 বিমানটির।

Air India Express (Photo Credits: X)

মাস্কাটগামী ধোঁয়া। উড়ান বাতিল করল বিমান সংস্থা। শুক্রবার সকাল সাড়ে ১০টা নাগাদ কেরলের তিরুবনন্তপুরম বিমানবন্দর থেকে যাত্রা করার কথা ছিল এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের IX- 549 বিমানটির। সেই মত যাত্রীরা বোডিং সেরে বিমানে চড়েন। তবে জমি ছেড়ে আকাশের উদ্দেশ্যে রওনা দেওয়ার ঠিক আগের মুহূর্তে বাতিল করতে হল বিমানের উড়ান। যাত্রী বোঝাই বিমানের মধ্যে আচমকাই ধোঁয়া লক্ষ্য করেন চালক। এরপরেই জরুরি সিদ্ধান্তের ভিত্তিতে উড়ান বাতিল করেন তিনি। বিমানে থাকা ১৪৮ জন যাত্রী এবং ক্রু সদস্য সকলেই নিরাপদে রয়েছেন বলে খবর। বিমান থেকে নামিয়ে আনা হয়েছে যাত্রীদের।

উড়ান বাতিল মাস্কাটগামী এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের...