Ahmedabad: ভুয়ো অফিসার সেজে প্রচুর মানুষের সঙ্গে প্রতারণা, গ্রেফতার অভিযুক্ত

অভিযোগ কেন্দ্রীয় সংস্থার অফিসার সেজে প্রতারণা করত সে। ভুয়ো অফিসার সেজে প্রচুর লোককে প্রতারণা করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

অভিযুক্ত ভারত ছাবরা (ছবিঃANI)

নয়াদিল্লিঃ যতদিন যাচ্ছে বেড়েই চলেছে প্রতারণার ঘটনা। কখনও সাইবার(Cyber) প্রতারকদের জালে, কখনও আবার অন্য কোনও ফাঁদে পা দিয়ে সর্বশ্রান্ত হচ্ছে মানুষ। এ বার গুজরাটের(Gujarat) আমেদাবাদ(Ahmedabad) থেকে এক প্রতারককে গ্রেফতার করল আমেদাবাদ ক্রাইম ব্রাঞ্চ(Ahmedabad Crime Branch)। অভিযুক্তের নাম ভারত ছাবরা। বয়স ৩৪। আমেদাবাদের বাসিন্দা সে। অভিযোগ কেন্দ্রীয় সংস্থার অফিসার সেজে প্রতারণা করত সে। ভুয়ো অফিসার সেজে প্রচুর লোককে প্রতারণা করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। অবশেষে পুলিশের জালে সেই ঠকবাজ। তাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

#WATCH | Gujarat: Ahmedabad Crime Branch arrested an accused namely Bharat Chhabra, 34, for allegedly cheating several people by posing as an officer of a central agency (08.09) pic.twitter.com/5Azo80pHgh

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)