Aero India 2023: বিতর্কের মধ্যেই এইচ এল এফ টি -৪২ বিমান থেকে সরল বজরংবলীর ছবি, কি বললেন চেয়ারম্যান সিবি অনন্তকৃষ্ণান

এইচ এল এফ টি -৪২ মডেলের বিমানের লেজের অংশে দেখা গিয়েছিল বজরঙ্গবলীর ছবি। কিন্তু প্রদর্শনীর সময় দেখা গেল হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড (HAL) সম্প্রতি তা সরিয়ে দিয়েছে।

HAL Remove Bajrangbali photo Credit: Twitter@ANi

গতকাল এরো ইন্ডিয়া-২০২৩ এর  এয়ারশোতে প্রদর্শিত এইচ এল এফ টি -৪২ (HLFT-42)মডেলের বিমানের লেজের অংশে দেখা গিয়েছিল বজরঙ্গবলীর ছবি। কিন্তু প্রদর্শনীর সময় দেখা গেল  হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড (HAL) সম্প্রতি তা সরিয়ে দিয়েছে। বিতর্কের মধ্যেই  হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড (HAL) কোম্পানির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক সিবি অনন্তকৃষ্ণান বেঙ্গালুরুতে অ্যারো ইন্ডিয়া শোতে প্রদর্শিত  HLFT-42 বিমানের মডেলের লেজ থেকে ভগবান হনুমানের ছবি অপসারণের বিষয়ে কি  বললেন-

#WATCH | CB Ananthakrishnan, CMD, Hindustan Aeronautics Limited speaks on the removal of the picture of Lord Hanuman from the tail of the HLFT-42 aircraft model displayed at Aero India show in Bengaluru pic.twitter.com/khzDv144H6