Aero India 2023: বিতর্কের মধ্যেই এইচ এল এফ টি -৪২ বিমান থেকে সরল বজরংবলীর ছবি, কি বললেন চেয়ারম্যান সিবি অনন্তকৃষ্ণান
এইচ এল এফ টি -৪২ মডেলের বিমানের লেজের অংশে দেখা গিয়েছিল বজরঙ্গবলীর ছবি। কিন্তু প্রদর্শনীর সময় দেখা গেল হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড (HAL) সম্প্রতি তা সরিয়ে দিয়েছে।
গতকাল এরো ইন্ডিয়া-২০২৩ এর এয়ারশোতে প্রদর্শিত এইচ এল এফ টি -৪২ (HLFT-42)মডেলের বিমানের লেজের অংশে দেখা গিয়েছিল বজরঙ্গবলীর ছবি। কিন্তু প্রদর্শনীর সময় দেখা গেল হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড (HAL) সম্প্রতি তা সরিয়ে দিয়েছে। বিতর্কের মধ্যেই হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড (HAL) কোম্পানির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক সিবি অনন্তকৃষ্ণান বেঙ্গালুরুতে অ্যারো ইন্ডিয়া শোতে প্রদর্শিত HLFT-42 বিমানের মডেলের লেজ থেকে ভগবান হনুমানের ছবি অপসারণের বিষয়ে কি বললেন-
#WATCH | CB Ananthakrishnan, CMD, Hindustan Aeronautics Limited speaks on the removal of the picture of Lord Hanuman from the tail of the HLFT-42 aircraft model displayed at Aero India show in Bengaluru pic.twitter.com/khzDv144H6
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)