Abdel Fattah El-Sisi: ২০২৩ সালের প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি হিসাবে ভারতে আসছেন মিশরের রাষ্ট্রপতি সিসি

এবারের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে রাষ্ট্রপতি আবদেল ফাত্তাহ আল-সিসিকে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সিসির সঙ্গে ৫ মন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তাসহ একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলও থাকবেন।

Egyptian President Abdel Fattah el-Sisi Photo Credit:Twitter@PTI

এবারের প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মিশরের রাষ্ট্রপতি আব্দেল ফাতেহ আল সিসি। সূত্রের খবর মিশরের রাষ্ট্রপতি আবদেল ফাত্তাহ আল-সিসি ২৪ থেকে ২৬ জানুয়ারি ভারত সফরে য়াসছেন। এবারের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে রাষ্ট্রপতি আবদেল ফাত্তাহ আল-সিসিকে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সিসির সঙ্গে ৫ মন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তাসহ একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলও থাকবেন। তাঁর সফরকালে ভারত ও মিশরের মধ্যে বেশ কিছু সমঝোতা পত্রও স্বাক্ষরিত হতে পারে।

মিশরের রাষ্ট্রপতি আব্দেল ফাতেহ আল সিসি এবারের #RepublicDay 'র প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সেদেশের সেনাবাহিনীর একটি দলও এবারের কুচকাওয়াজে অংশ নেবে। সফরকালে ভারত ও মিশরের মধ্যে বেশ কিছু সমঝোতা পত্র স্বাক্ষরিত হতে পারে। আগামী ২৪ তারিখ আল সিসির নতুন দিল্লী আসার কথা। pic.twitter.com/PBEWvgow2J