Neeraj Chopra To Receive Grand Welcome: সোনজয়ী অলিম্পিয়ান নীরজ চোপড়ার অভ্যর্থনায় ৩০ হাজার জনতার পিকনিক, (দেখুন ছবি)

অলিম্পিকে সোনাজয়ী নীরজ চোপড়া (Neeraj Chopra) বাড়ি ফেরা উপলক্ষে পিকনিকের মেজাজে হরিয়ানার পানিপথ৷ সেখানকার সামলখা এলাকায় নীরজের বাড়ি৷ সোনার ছেলে বিশ্বজয় করে ফিরছে৷

অলিম্পিকে সোনাজয়ী নীরজ চোপড়া (Neeraj Chopra) বাড়ি ফেরা উপলক্ষে পিকনিকের মেজাজে হরিয়ানার পানিপথ৷  সেখানকার সামলখা এলাকায় নীরজের বাড়ি৷ সোনার ছেলে বিশ্বজয় করে ফিরছে৷ তাই ৩০ হাজার বাসিন্দা পিকনিকে মেতে উটেছেন৷ রীতিমতো মেলা বসে গেছে৷ জিলাপি থেকে রকমারি মিষ্টি সবই পাওয়া যাচ্ছে সেই মেলায়৷ চলতি  টোকি অলিম্পিকে (Tokyo Olympic 2020) বর্শা ছুঁড়ে সোনার মেডেল জিতে নিয়েছেন নীরজ চোপড়া৷ এই প্রসঙ্গে সোনাজয়ীর মা সরোজ দেবী বলেন,  বিরাট অভ্যর্থনা পেতে চলেছে আমার ছেলে৷ আমি তার জন্য চুর্মা বানিয়েছি৷ আমরা তার সোনার পদক মন্দিরে রাখব৷

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)