Pune Bridge Collapsed: পুণেতে নদীর বুকে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ব্রিজ, হত ২ পর্যটক, নিখোঁজ ১৮
মহারাষ্ট্রের ইন্দ্রাণী নদীর বুকে ভেঙে পড়ল একটি সেতু। পুণের পিম্পরি-ছিন্দওয়ারার কুন্দামালা গ্রামে ভাঙল পুরনো সেই ব্রিজটি। পুণের তালগাঁওয়ে সেই সময় ব্রিজটির উপর ছিলেন জনা পঁচিশেক পর্যটক।
Pune Bridge Collapsed: মহারাষ্ট্রের ইন্দ্রাণী নদীর (Indrayani River) বুকে ভেঙে পড়ল একটি সেতু। রবিবার দুপুর সাড়ে ৩টে নাগাদ পুণের পিম্পরি-ছিন্দওয়ারার কুন্দামালা (Kundamala) গ্রামে ভাঙল পুরনো সেই ব্রিজটি (Maval Kundamala Bridge Collapses)। পুণের তালগাঁওয়ে সেই সময় ব্রিজটির উপর ছিলেন অন্তত ৩০ জন পর্যটক। ব্রিজটি ভাঙার পর সেখান থেকে উত্তাল নদীর মধ্যে পড়ে যান সেই ৩০ জন পর্যটক। তাঁদের মধ্যে ২৫-২৬ জন পর্যটক উত্তাল নদীর জলের তোড়ে ভেসে গিয়েছেন বলে খবর। ২ জন পর্যটকের মৃত্যু কথা ঘোষণা করেছে প্রশাসন। উদ্ধারকাজে স্থানীয় পুলিশ, দমকল বাহিনীর সঙ্গে রয়েছেন জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা।
এখনও পর্যন্ত ৫ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। এক পর্যটক জলের তোড়ে অনেকটা দূর ভেসে যাওয়ার পর পাথরে আটকা পড়েছেন বলে খবর।
পুণেতে ব্রিজ ভেঙে পর্যটকদের মৃত্য়ুর আশঙ্কা
চলছে উদ্ধারকাজ
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)