Buldhana: কৃত্রিম পদ্ধতিতে জন্ম নেওয়া সাতটি অজগরকে ছাড়া হল মহারাষ্ট্রের বনে, ঘটনাস্থলের ভিডিয়ো

বৃহস্পতিবার মহারাষ্ট্রের বুলধানায় কৃত্রিম পদ্ধতিতে ডিম ফুটিয়ে জন্ম দেওয়া সাতটি সদ্যোজাত অজগরকে ছাড়া হল বনে।

Photo Credits: ANI

বৃহস্পতিবার মহারাষ্ট্রের (Maharashtra) বুলধানায় (Buldhana) কৃত্রিম পদ্ধতিতে ডিম (eggs) ফুটিয়ে (artificial incubation) জন্ম দেওয়া সাতটি সদ্যোজাত অজগরকে (new born pythons) ছাড়া হল (released) বনে (forest)। বন দফতরের কর্মীদের উপস্থিতিতে বনাঞ্চলে অজগরদের ছাড়ার ভিডিয়ো পোস্ট করা হয়েছে সংবাদ সংস্থা এএনআইয়ের টুইটার পেজে। আরও পড়ুন: Ladakh: কর্মরত ও অবসরপ্রাপ্ত বায়ুসেনা কর্মী ও তাঁদের পরিবারের সদস্যদের নিয়ে ভারত মাতা কী জয় স্লোগান দিচ্ছেন নৌ-সেনা প্রধান, লাদাখের ভিডিয়ো

দেখুন ভিডিয়ো: