Suicide: বহুতলের ১৯ তলার উপর থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা, বড়দিনের রাতে অবসাদে মরণঝাঁপ

গোটা বিশ্বের মত বেঙ্গালুরু জুড়ে তখল চলছিল বড়দিনের উতসব। চারিদিকে আলোয় আলো, বাজছে খ্রিস্টমাসের গান, সান্তাক্লজের উপহারের অপেক্ষায় সবাই।

Representational Image (Photo Credits: ANI)

গোটা বিশ্বের মত বেঙ্গালুরু জুড়ে তখল চলছিল বড়দিনের উতসব। চারিদিকে আলোয় আলো, বাজছে খ্রিস্টমাসের গান, সান্তাক্লজের উপহারের অপেক্ষায় সবাই। সেই উতসবের আবহেই বহুতলের ১৯ তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্য়া করলেন এক মহিলা।

বেঙ্গালুরুর তালাঘাট্টাপুরার অভিজাত বহুতল পূর্বা হাইল্যান্ডের ১৯তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করা ৪০ বছরের মহিলা ছারিসমা সিং বেশ কয়েক দিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন। কোনওরকম সুইসাইড নোট না পাওয়া গেলেও, মানসিক অবসাদ মুক্তির ওষুধ পাওয়া গিয়েছে মহিলার ঘর থেকে। দেশজুড়ে মনাসকি অবসাদের মতই পাল্লা দিয়ে বাড়ছে আত্মহত্য়ার ঘটনা। আরও পড়ুন-গর্ভবতী ছিলেন তুনিশা শর্মা? কী বলছে ময়নাতদন্তের রিপোর্ট

দেখুন টুইট

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)