Road Accident In Nashik: পথ দুর্ঘটনায় মৃত্যু ২ যুবকের, খানাখন্দে ভরা রাস্তায় মালা দিয়ে 'অভিনব' বিক্ষোভ স্থানীয়দের
এরপরই বিক্ষোভে সামিল হয়েছেন স্থানীয়রা। রাস্তার গর্তে মালা দিয়ে বিক্ষোভ দেখান তাঁরা।
নয়াদিল্লিঃ খানাখন্দে ভরে গিয়েছে রাস্তা(Road)। সংস্কারের দাবি জানিয়েও ঠিক হয়নি রাস্তা এমনটাই অভিযোগ স্থানীয়দের। এই রাস্তায়েই দুর্ঘটনায় মৃত্যু (Death) হয়েছে দুই কিশোরের। এরপরই বিক্ষোভে সামিল হয়েছেন স্থানীয়রা। রাস্তার গর্তে মালা দিয়ে বিক্ষোভ দেখান তাঁরা। জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের নাসিকে। ত্র্যম্বকেশ্বর মন্দিরের দিকে যাওয়ার রাস্তা ভরেছে বড় বড় গর্তে। এই রাস্তার মরণফাদেই মৃত্যু হয়েছে দুই কিশোরের। স্থানীয় সূত্রে খবর ওই রাস্তা দিয়ে বাড়ি ফিরছিলেন হেমন্ত পাটিল এবং মহেন্দ্র ফাতিং নামে দুই যুবক। ওই রাস্তার গর্তে পড়ে যায় তাঁদের স্কুটার। এরপর ট্রেলারের সঙ্গে ধাক্কা লেগে মৃত্যু হয় তাঁদের। ভাসুরির একটি সংস্থায় কাজ করতেন তাঁরা। কর্মস্থল থেকে ফেরার পথেই দুর্ঘটনায় প্রাণ হারান তাঁরা। এই ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
পথ দুর্ঘটনায় মৃত্যু ২ যুবকের, খানাখন্দে ভরা রাস্তায় মালা দিয়ে 'অভিনব' বিক্ষোভ স্থানীয়দের
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)