10th International Yoga Day: দশম বর্ষ আন্তর্জাতিক যোগ দিবসে অমৃতসরের জেসিপি আত্তারিতে সীমান্ত রক্ষা বাহিনীর যোগা সেশন (দেখুন ছবি)

যোগব্যায়াম ভারতের একটি প্রাচীন ধারার অংশ। ২০১৪ সালে সেই প্রাচীন সংস্কৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ও যোগ ব্যায়ামকে গুরুত্ব দিয়ে একটি আন্তর্জাতিক দিন উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়।

Punjab BSF frontier on Yoga Day Photo Credit: Twoitter@ANI

যোগব্যায়াম ভারতের একটি প্রাচীন ধারার অংশ। ২০১৪ সালে সেই প্রাচীন সংস্কৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ও যোগ ব্যায়ামকে গুরুত্ব দিয়ে একটি আন্তর্জাতিক দিন উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। সেই থেকেই আন্তর্জাতিক যোগ দিবসের (International Yoga Day) উদযাপন শুরু। ভারতের পাশাপাশি গোটা বিশ্বেই আয়োজন করা হয়েছে বিভিন্ন অনুষ্ঠানের। পিছিয়ে নেই সীমান্ত রক্ষার কাজে নিয়োজিত জওয়ানরাও। আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে অমৃতসরের জেসিপি আত্তারিতে শূন্য লাইনে যোগা করতে দেখা গেল সীমান্ত নিরাপত্তা বাহিনীর কর্মীদের। ছবি শেয়ার করল  বিএসএফ পাঞ্জাব ফ্রন্টিয়ার। দেখুন -