Delhi Airport: ঘন কুয়াশায় ঢেকেছে দিল্লি, সমস্যার সম্মুখীন বিমান পরিষেবা
মঙ্গলবার থেকে কুয়াশায় ঢেকেছে অমৃতসর। এর ফলে মঙ্গলবার বিকেল থেকেই বন্ধ রাখা হয়েছে অমৃতসর বিমানবন্দর।
নয়াদিল্লিঃ অমৃতসরের(Amritsar) পর এবার দিল্লি(Delhi)। ঘন কুয়াশার(Fog) কারণে বিপাকে বিমান পরিষেবা। আজ, বুধবার ঘন কুয়াশায়ার চাদরে ঢেকেছে দিল্লি। আর এই পরিস্থিতিতে বিমান চলাচলে বিঘ্ন ঘটেছে। পথ পরিবর্তন করানো হয়েছে দিল্লিগামী ১০ টি বিমানকে। এছাড়া নির্ধারিত সময়ে ছাড়ছে না বিমান। যার জেরে বিপাকে পড়তে হচ্ছে যাত্রীদের। প্রসঙ্গত, কুয়াশার কারণে একই ছবি ধরা পড়েছে অমৃতসর বিমানবন্দরে। মঙ্গলবার থেকে কুয়াশায় ঢেকেছে অমৃতসর। এর ফলে মঙ্গলবার বিকেল থেকেই বন্ধ রাখা হয়েছে অমৃতসর বিমানবন্দর। বাতিল করা হয়েছে সমস্ত বিমান।
ঘন কুয়াশায় ঢেকেছে দিল্লি, সমস্যার সম্মুখীন বিমান পরিষেবা