Adrija Addy Roy Video: চোখ ভরা মায়া; মুম্বইতে অদ্রিজার চমক, হিন্দি মেগায় অভিনয় দিয়ে দর্শককে ভালবাসায় ডোবাচ্ছেন কলকাতার মেয়ে

Adrija Addy Roy Video: চোখ ভরা মায়া; মুম্বইতে অদ্রিজার চমক, হিন্দি মেগায় অভিনয় দিয়ে দর্শককে ভালবাসায় ডোবাচ্ছেন কলকাতার মেয়ে
Adrija Addy Roy (Photo Credit: Facebook)

অভিনয়ের মাধ্যমে মুম্বইতে নিজের পোক্ত জায়গা করে নিয়েছেন অদ্রিজা (Adrija Addy Roy)। ফের দর্শকদের মন জয় করতে নয়া মেগায় অভিনয় করতে হাজির হচ্ছেন এই অভিনেত্রী। 'ইমলি' নামের একটি মেগা নতুন করে একটি চ্যানেলে আসছে। আর তাতেই দেখা গেল অদ্রিজাকে। নয়া রূপে একেবারে অন্যরকমভাবে অদ্রিজা হাজির হচ্ছেন ইমলিতে। অভিনেত্রী নিজের সোশ্যাল হ্যান্ডেলে ইমলির প্রমো শেয়ার করেন। যা প্রকাশ্যে আসতেই তাঁকে ভালবাসা জানান তাঁর অসংখ্য গুনমুগ্ধ। নিজের অভিনয় প্রতিভার মাধ্যমে অদ্রিজা যে মুম্বইতে জায়গা করে নিয়েছেন, তা দেখে উচ্ছ্বসিত তাঁর অনুরাগীরা। ইমলি নামের এই নয়া মেগার মাধ্যমে তিনি সামনে আসছেন। আর তাঁর ভক্তরা কখনও তাঁকে খালি হাতে ফেরাবেন না। অর্থাৎ তাঁর অভিনয় যে দর্শকদের আবারও ভাল লাগবে, সে বিষয়ে এক প্রকার নিশ্চিত অদ্রিজা। তবে এই মেগাটি শুরু হয় ২০২৩ সালে। আর এখানেই ট্যুইস্ট। যার প্রোমো নতুন করে আরও একবার শেয়ার করেন অদ্রিজা। অভিনেত্রী মুম্বইতে (Mumbai) হাজির হওয়ার পরপরই যে দর্শকদের মনে জায়গা করে নেন, তা তাঁর পুরনো পোস্টে অনুরাগীদের মন্তব্যের বহর দেখলেই কার্যত স্পষ্ট হয়ে যায়।

আরও পড়ুন: Adrija Addy Roy Video: টলিউড-কন্যা এখন মুম্বইবাসী, অভিনয়ে তুফান তুলে অদ্রিজা কাঁপালেন 'ডান্স ফ্লোর', দেখুন ভিডিয়ো

দেখুন অদ্রিজার সেই ভিডিয়ো, যেখানে তাঁর অনুরাগীরা তাঁকে ভালবাসা জানান অভিনয় দেখে একাধিকবার...

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Advertisement


Advertisement
Advertisement
Share Us
Advertisement