The Kapil Sharma Show: ফেসবুক লাইভে আত্মহত্যার চেষ্টা করলেন দ্য কপিল শর্মা শো-র কৌতুক অভিনেতা তীর্থানন্দ, এক মহিলার দ্বারা প্রতারিত হয়েই এই সিদ্ধান্ত

এই কৌতুক অভিনেতার নাম তীর্থানন্দ রাও।তাকে ইমোশনালি ব্ল্যাকমেইল করা হচ্ছে দাবি করে ফেসবুকে লাইভে ফিনাইল খেয়ে আত্মহত্যার চেষ্টা করছিলেন তীর্থানন্দ।

Tirthananda SuicidePhoto Credit: Twitter@DunyaNews

আবারও এক কৌতুক অভিনেতাকে হারাতে চলেছিল বিনোদন মাধ্যম। জানা গেছে সম্প্রতি দ্য কপিল শর্মা শো খ্যাত জুনিয়র নানা পাটেকর আত্মহত্যার চেষ্টা করেছিলেন। এই কৌতুক অভিনেতার নাম তীর্থানন্দ রাও।তাকে ইমোশনালি ব্ল্যাকমেইল করা হচ্ছে দাবি করে ফেসবুকে লাইভে ফিনাইল খেয়ে আত্মহত্যার চেষ্টা করছিলেন তীর্থানন্দ। বন্ধুরা সঙ্গে সঙ্গে কাছের পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে মৃত্যুর হাত থেকে রক্ষা করে। তীর্থানন্দ রাও ২০১৬ সালে কপিল শর্মার শো তে কাজ করেছিলেন। এর আগে ২০২১ সালের ২৬  ডিসেম্বর বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন তিনি।

আত্মহত্যার সময় তীর্থানন্দ রাও ফেসবুকে বলেছিলেন-আমার আজকের পরিস্থিতির জন্য একজন মহিলা দায়ী। আমার জীবনে যদি কিছু ভুল হয়ে থাকে, আমার বিচার হওয়া উচিত।। তিনি জানান, কয়েক মাস আগে তিনি এক মহিলার সংস্পর্শে আসেন। তার দুই মেয়ে আছে। দুজনেই লিভ-ইন-এ থাকতে শুরু করেন। কিন্তু পরে জানা যায় সে পতিতাবৃত্তির সাথে জড়িত। এখন তার থেকে সে মুক্তি পেতে চায়। কিন্তু সেই মহিলা এখন হুমকি দিচ্ছে। এমনকি তাঁকে টাকার জন্য ব্ল্যাক মেইল করতেও শোনা যায়।

 

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now

Share Now