TRAP Movie: ভারতীয় পরিচালকের হলিউডি সিনেমার ফাঁদে দর্শকরা!
পুদুচেরিতে জন্মানো ভারতীয় বংশোদ্ভূত পরিচালক এম নাইট শ্যামালন (M Night Shyamalan) হলিউডে জনপ্রিয়তা আকাশছোঁয়া। '
পুদুচেরিতে জন্মানো ভারতীয় বংশোদ্ভূত পরিচালক এম নাইট শ্যামালন (M Night Shyamalan) হলিউডে জনপ্রিয়তা আকাশছোঁয়া। 'দ্য সিক্স সেন্স'(The Sixth Sense) থেকে 'গ্লাস', 'আনব্রেকেবেল'--শ্যামলন মানেই একেবারে ব্যতিক্রমী চমক। এবার সেই শ্যামলন নিয়ে এলেন তাঁর নতুন ছবি 'ট্র্যাপ'(TRAP)। ছবির কাহিনি একেবারে অন্য ধরনের।
এক ব্যক্তি, তাঁর মেয়েকে নিয়ে যান একটি মিউজিক কনসার্টে। সেখানে গিয়ে সেই ব্যক্তির সঙ্গে ঘটতে থাকে অদ্ভূত ঘটনা। সে জানতে পারে এই কনসার্টে যোগদানের নামে এখানে উপস্থিত বহু দর্শকদের আসলে ফাঁদে বা ট্র্যাপে ফেলা হয়েছে। কী করে তারা উদ্ধার পাবে, আদৌও কি সেটা ফাঁদ? তা নিয়েই এই সাইকো থ্রিলার সিনেমা। আগামী ৯ অগাস্ট বিশ্বব্যাপি রিলিজ করবে এই সিনেমা।
দেখুন ট্রেলার
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)