The Elephant Whisperers: দ্য এলিফ্যান্ট হুইস্পারার্সের মূল কাণ্ডারী বোমান-বেলির হাতে অবশেষে অস্কার (দেখুন ছবি)
ইতিহাস তৈরি করে কার্তিকী গনসালভেস পরিচালিত দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স সেরা তথ্য চিত্র শর্ট বিভাগে পেয়েছে ৯৫ তম আকাদেমি পুরস্কার ।তামিল নাড়ুর মুদুমালাই জাতীয় উদ্যানের একটি অনাথ হস্তীশাবক রঘুর গল্প দেখানো হয়েছে ছবিতে। সঙ্গে উঠে এসেছে তাঁর জন্য বোমান এবং বেলির লড়াইয়ের কথা। এঁরা দুজনই রঘুকে লালন পালন করেছেন। এই তথ্য চিত্রের মূলে আছে বোমান বেলির সঙ্গে রঘুর যে আত্মিক যোগ গড়ে উঠেছিল সেই কাহিনি। অস্কার জিতে দেশে ফেরার পর যাঁদের জন্য এই পুরস্কার এল সেই বোমান এবং বেলির সঙ্গে দেখা করতে যান কার্তিকী। সেখানে গিয়েই তাদের হাতে তুলে দেন সেই অস্কার।