54th International Film Festival of India: গোয়ায় শুরু হচ্ছে ভারতের ৫৪তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ‘ইফি’
গোয়ার শ্যামা প্রসাদ মুখার্জি স্টেডিয়ামে শুরু হতে চলেছে ভারতের ৫৪তম গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ‘ইফি’ (IFFI54)।
গোয়া: আজ গোয়ায় শুরু হচ্ছে ভারতের ৫৪তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ‘ইফি’ (IFFI54)। গোয়ার শ্যামাপ্রসাদ মুখার্জি স্টেডিয়ামে উদ্বোধন হবে। উৎসবের উদ্বোধন করবেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর। ব্রিটিশ ফিল্ম 'ক্যাচিং ডাস্ট'-এর স্ক্রিনিংয়ের মাধ্যমে শুরু হবে আন্তর্জাতিক চলচিত্র উৎসব (54th International Film Festival of India)। এবছর 'আন্তর্জাতিক বিভাগে' ১৯৮টি চলচ্চিত্র থাকছে, যা ৫৩তম ‘ইফি (IFFI53)-এর চেয়ে ১৮টি বেশি। এবছর থাকছে, ১৩টি ওয়ার্ল্ড প্রিমিয়ার, ১৮টি আন্তর্জাতিক প্রিমিয়ার, ৬২টি এশিয়া প্রিমিয়ার এবং ৮৯টি ইন্ডিয়া প্রিমিয়ার। 'ইন্ডিয়ান প্যানোরামা' বিভাগে ভারত থেকে ২৫টি ফিচার ফিল্ম এবং ২০টি নন-ফিচার ফিল্ম দেখানো হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন অভিনেত্রী মাধুরী দীক্ষিত, শহিদ কাপুর, শ্রিয়া শরণ, নুশরাত বরুচা, পঙ্কজ ত্রিপাঠি, সঙ্গীত পরিচালক শান্তনু মৈত্র, গায়ক শ্রেয়া ঘোষাল এবং সুখবিন্দর সিং সহ আরও অনেকে।
দেখুন