Soni Razdan Slams Tata Tele Service: ল্যান্ড লাইন অচল, অথচ গোটা মাসের বিল পাঠাল পরিষেবা সংস্থা, রেগে আগুন সোনি রাজদান

গত ১ মে থেকে ২৪ মে পর্যন্ত ল্যান্ডলাইন অচল থাকার পরেও এসেছে পুরো মাসের বিল। এই দেখে বেজায় চটেছেন সোনি রাজদান (Soni Razdan )। টাটা টেলি সার্ভিসকে (Tata Tele Service) টুইটারে এক হাত নিয়েছেন।

Soni Razdan

গত ১ মে থেকে ২৪ মে পর্যন্ত  ল্যান্ডলাইন অচল থাকার পরেও এসেছে পুরো মাসের বিল। এই দেখে বেজায় চটেছেন সোনি রাজদান (Soni Razdan )। টাটা টেলি সার্ভিসকে (Tata Tele Service) টুইটারে এক হাত নিয়েছেন।  পরিষেবা না দিয়ে কী করে ২৪ দিনের বিল পাঠিয়ে দিল, তার জবাব টাটা টেলি সার্ভিসের কাছে টুইটারেই জানতে চেয়েছেন মহেশ ভাটপত্নী। প্রমাণ হিসেবে বিলের স্ক্রিনশটও শেয়ার করেছেন।

পড়ুন টুইট

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now

Share Now