Sikandar song Zohra Jabeen Out: রশ্মিকার চোখে ডুবলেন সলমন, সিকন্দরের গান 'জোহরা জাবীন'তে দক্ষিণী সুন্দরির সঙ্গে কোমর দোলালেন ভাইজান
একদিকে সুন্দরী নায়িকার ঝড়ে পড়া গ্ল্যামার। আর অন্যদিকে ভাইজানের লুকস, আদপ, কায়দা। সব মিলিয়ে দর্শকমহলে দারুণ প্রশংসিত সিকন্দরের জোহরা জাবীন।
দক্ষিণী ইন্ডাস্ট্রির সুন্দরী, যাকে 'জাতীয় ক্রাশ'এর তকমা দেওয়া হয়েছে সেই রশ্মিকা মন্দনা (Rashmika Mandanna) এখন বলিউডে নিজের ঘাঁটি গাড়ছে। রণবীর কাপুরের সঙ্গে 'অ্যানিম্যাল', ভিকি কৌশলের সঙ্গে 'ছাবা'র পর এবার সলমন খানের সঙ্গে 'সিকন্দর' (Sikandar)। মুক্তি পেয়েছে সলমন খান এবং রশ্মিকা অভিনীত আসন্ন ছবি সিকন্দরের প্রথম গান 'জোহরা জাবীন' (Zohra Jabeen)। গানে গলা গিয়েছেন নকশ আজিজ এবং দেব নেগি। গানের কথা লিখেছেন সমীর এবং দানিশ সাবরি। সুরকার প্রীতম চক্রবর্তী। দুজনের বয়সের বিস্তর ফারাক হলেও 'জোহরা জাবীন'তে দুজনের রসায়ন দর্শকদের নজর কেড়েছে। একদিকে সুন্দরী নায়িকার ঝড়ে পড়া গ্ল্যামার। আর অন্যদিকে ভাইজানের লুকস, আদপ, কায়দা। সব মিলিয়ে দর্শকমহলে দারুণ প্রশংসিত সিকন্দরের জোহরা জাবীন।
মুক্তি পেল সিকন্দের গানে জোহরা জাবীন, নজরকাড়া সলমন এবং রশ্মিকাঃ
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)