Game Changer: তারকা প্রেমে অন্ধ ভক্ত, আত্মহত্যার হুমকি চিঠি রাম চরণ অভিনীত 'গেম চেঞ্জার' নির্মাতাদের

নির্মাতাদের তরফে ছবি কিংবা ছবির ট্রেলার লঞ্চ নিয়ে কোনরকম আপডেট শেয়ার করা হচ্ছে না অভিযোগ তুলে 'গেম চেঞ্জার' নির্মাতাদের আত্মঘাতী হওয়ার হুমকি চিঠি পাঠালেন এক ভক্ত।

Ram Charan Threatens by fan To Commit Suicide Over Delay in Game Changer trailer Update (Photo Credits: X)

তারকা প্রেমে অন্ধ হয়ে যা সব কাণ্ড ঘটায় ভক্তকুল, একেবারে শোরগোল পড়ে যায়।  দক্ষিণী মেগাস্টার রাম চরণেরর আসন্ন ছবি 'গেম চেঞ্জার'এর (Ram Charan) পথ চেয়ে অধীর আগ্রহে দিন গুনছেন দর্শক। কিন্তু নির্মাতাদের তরফে ছবি কিংবা ছবির ট্রেলার লঞ্চ নিয়ে কোনরকম আপডেট শেয়ার করা হচ্ছে না অভিযোগ তুলে 'গেম চেঞ্জার' নির্মাতাদের আত্মঘাতী হওয়ার হুমকি চিঠি পাঠালেন এক ভক্ত। চিঠিতে উন্মত্ত ভক্ত দাবি করেছেন, নতুন বছর (New Year 2025) আসার আগে ছবির ট্রেলার নিয়ে নির্মাতারা কোন আপডেট তুলে না ধরলে তিনি আত্মহত্যা করবেন। 'গেম চেঞ্জার' নির্মাতাদের পাঠানো ওই চিঠির কপি ঘুরে বেরাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। ছবিতে রাম চরণের সঙ্গে জুটি বেঁধেছেন কিয়ারা আডবাণী (KIara Advabi)।

তারকা প্রেমে অন্ধ ভক্ত... 

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)