Pradeep Bandekar: অমিতাভ থেকে আমির-শাহরুখ, তাবড় শিল্পীর পছন্দের চিত্র সাংবাদিক প্রদীপের মৃত্যুতে শোকাহত বলিউড
শনিবার রাতে পরিবারের সঙ্গে নৈশভোজ সারেন প্রদীপ। এরপর রাতে ঘুমাতে চলে যান। ভোররাত ৩টের দিকে আচমকাই শরীরে অস্বস্তি অনুভব করেন তিনি।
প্রয়াত বলিউডের প্রবীণ চিত্র সাংবাদিক প্রদীপ বন্দেকর (Pradeep Bandekar)। রবিবার ভোররাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রদীপ। মৃত্যুকালে শিল্পীর বয়স হয়েছিল ৭০ বছর। অমিতাভ বচ্চন, ধর্মেন্দ্র থেকে শুরু করে আমির খান, শাহরুখ খান, অজয় দেবগণ, দীপিকা, রণবীর বলিউডের বহু তাবড় শিল্পীদের পছন্দের পাত্র ছিলেন প্রদীপ। চিত্র সাংবাদিকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বলিউড তারকারাও। জানা যাচ্ছে, শনিবার রাতে পরিবারের সঙ্গে নৈশভোজ সারেন প্রদীপ। এরপর রাতে ঘুমাতে চলে যান। ভোররাত ৩টের দিকে আচমকাই শরীরে অস্বস্তি অনুভব করেন তিনি। ছেলে প্রথমেশ বাবাকে হাসপাতালে নিয়ে যাবেন ঠিক করেন। সেই মত ব্যবস্থা নেন। কিন্তু বাবাকে হাসপাতালে নিয়ে যাওয়ার সুযোগ পেল না ছেলে। তার আগেই সব শেষ। রবিবার দুপুর ৩টেয় শেষকৃত্য সম্পন্ন হবে।
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)