Pohela Boishakh: সন্তান ঘরে এল নববর্ষে, পয়লা বৈশাখে বাবা হলেন জনপ্রিয় ইউটিউবার সিনেবাপ
পয়লা বৈশাখে (Pohela Boishakh) সুখবর। এবার বাবা হলেন জনপ্রিয় ইউটিউবার সিনেবাপ (Cinebap)। নিজের সোশ্যাল হ্যান্ডেলে নববর্ষে বাবা হওয়ার সুখবর দেন সিনেবাপ। নিজের সোশ্যাল হ্যান্ডেলে পয়লা বৈশাখে স্ত্রীর সঙ্গে ছবি পোস্ট করেন মৃন্ময় দাস ওরফে সিনেবাপ। আর সেখানেই তিনি জানান, তাঁর ঘর আলো করে এসেছে পুত্র সন্তান। সিনেবাপের বাবা হওয়ার খবর প্রকাশ্যে আসতেই তাঁকে ভালবাসা জানান তাঁর অসংখ্য অনুরাগী। নববর্ষে (Noboborsho) কার্যত ভালবাসায় ভেসে যান জনপ্রিয় ইউটিউবার সিনেবাপ। প্রসঙ্গত উত্তরবঙ্গের অন্যতম জনপ্রিয় ইউটিউবার বলা হয় সিনেবাপকে। সিনেমা থেকে রাজ্যের বিভিন্ন প্রেক্ষাপট, যাঁর ভিডিয়োতে উঠে আসতে শুরু করে। ফলে অনলাইনে কনটেন্ট তৈরির যে প্রতিযোগিতা হালফিলে শুরু হয়, সেই খাতায় অনেকদিন আগে থেকেই নাম লেখান সিনেবাপ। তাঁর কৌতুক হোক বা সিনেমার রিভিউ, দর্শক ভালবেসে তাঁকে আপন করে নিয়েছেন আগেই। আর তাই নববর্ষে সিনেবাপের খুশির খবরে আপ্লুত তাঁর অসংখ্য অনুরাগী।
দেখুন খুশির খবর জানালেন সিনেবাপ...
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)