Mamta Kulkarni: ত্রিবেণীতে নিজের হাতেই নিজের পিণ্ড দান, পুরনো পরিচয় ভাসিয়ে সন্ন্যাসিনী হয়ে কী বললেন মমতা কুলকার্নি, দেখুন
ত্রিবেণী সঙ্গমে পিণ্ড দান, রাজ্যাভিষেক অনুষ্ঠানের মধ্যে দিয়ে জীবনের নতুন ইনিংস শুরু করলেন সলমন-শাহরুখের করণ অর্জুন ছবির অভিনেত্রী।
নিজের হাতেই নিজের পিণ্ড দান করলেন বলিউডের একসময়ের অভিনেত্রী মমতা কুলকার্নি (Mamta Kulkarni)। শুক্রবার উত্তরপ্রদেশের প্রয়াগরাজে (Prayagraj) গিয়ে মহাকুম্ভের মেলায় (Mahakumbh Mela 2025) যোগ দিয়ে সন্ন্যাসিনী হলেন মমতা। ত্রিবেণী সঙ্গমে পিণ্ড দান, রাজ্যাভিষেক অনুষ্ঠানের মধ্যে দিয়ে জীবনের নতুন ইনিংস শুরু করলেন সলমন-শাহরুখের করণ অর্জুন ছবির অভিনেত্রী। এদিন মহাকুম্ভে কিন্নর আখড়ায় 'মহামন্ডলেশ্বর' আচার্য লক্ষ্মী নারায়ণের সঙ্গে দেখা করে সন্ন্যাস গ্রহণ করেন মমতা কুলকার্নি। নতুন পরিচয় গ্রহণের পর প্রাক্তন অভিনেত্রীর নতুন নামকরণ করা হয়েছে মমতানন্দ গিরি। সকল মোহ-মায়া ত্যাগ দিয়ে সন্ন্যাসী হয়ে তিনি বললেন, 'এটা মহাদেব, মহাকালী আর আমার গুরুর আদেশ যা আমি কেবল পালন করেছি। আজকের দিনটাও তাঁরাই বেছেছেন। আমি কিছুই করিনি'।
আরও পড়ুনঃ ধর্মের পথেই মুক্তি, মহাকুম্ভে গিয়ে সন্ন্যাসিনী হলেন মমতা কুলকার্নি, জানুন অভিনেত্রীর নতুন নাম
ত্রিবেণী সঙ্গমে নিজেই নিজের পিণ্ড দান করলেন মমতা কুলকার্নিঃ
জীবনের নতুন অধ্যায় শুরুঃ
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)