Mahabharat's Shakuni Mama aka Gufi Paintal Dead: প্রয়াত পর্দার মহাভারতের শকুনি মামা, চলে গেলেন অভনেতা গুফি পিনটাল
প্রয়াত মহাভারতের শকুনি মামা গুফি পিনটাল। সোমবার সকালে ৭৮ বছর বয়সে প্রয়াত প্রবীণ এই অভিনেতা। পর্দায় মহাভারতের শকুনি মামার প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে। সোমবার সকালে গুফি পিনটালের ছেলে হ্যারি পিনটাল বাবার প্রয়াণের কথা প্রকাশ্যে আনেন। সোমবার বিকেল ৪টে নাগাদ গুফি পিনটালের শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানা যাচ্ছে। রিপোর্টে প্রকাশ, বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন গুফি পিনটাল। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তির পর তাঁর চিকিৎসা শুরু হয়। কিন্তু শেষরক্ষা হয়নি।
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)