Koffee With Karan Season7: সেটে না থেকেও করণের কফি আড্ডায় শাহরুখ, শাহরুখ-গৌরির অজানা কথা নিয়ে আসছে কফি উইথ করণের নতুন এপিসোড (দেখুন ভিডিও)
করণের কফি আড্ডাতে প্রতিবারই দেখা মিলেছে শাহরুখ খানের, কিন্তু এবার তাঁকে আনতে পারছেন না করণ জোহার। তাঁর বদলে কফির আড্ডায় হাজির গৌরি খান
কফি উইথ করণ সিজন ৭-এর আগামী এপিসোড সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন করণ জোহার, আর ইতিমধ্যেই তা ভক্তদের মধ্যে ভাইরাল হয়ে উঠেছে। কারণ একটাই, এই পর্বে অতিথি গৌরী খান। শাহরুখ খানের স্ত্রী গৌরী খানের সঙ্গে বলিউড স্টার ভাবনা পান্ডে এবং মাহিপ কাপুরউপস্থিত হন করণের আড্ডার আসরে।
করণের কফি আড্ডাতে প্রতিবারই দেখা মিলেছে শাহরুখ খানের, কিন্তু এবার তাঁকে আনতে পারছেন না করণ জোহার। কারণ একটাই, শাহরুখ খান পাঠান ছবি মুক্তির আগে কোনওভাবেই কোথাও হাজির হতে রাজি নন। সেই কারণেই এবার স্পেশ্যাল সেলেব গৌরী খান। করণের সঙ্গে তাঁর বন্ধুত্ব বরাবরই তুঙ্গে।দেখে নেব সেই প্রোমোর এক ঝলক-
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)