Kine-Chan: আপত্তিকর পোষাকের জের! বিমানে উঠতে পারলেন না ব্রাজিলিয়ান মডেল কাইন-চ্যান (See Pics)

আপত্তিকর পোষাক পড়ার অভিযোগে বিমানে উঠতে দেওয়া হল না প্রাপ্তবয়স্কদের আন্তর্জাতিক ওয়েবসাইট সংস্থা ওনলি ফ্যানস-এর তারকা কাইন-চানকে।

Photo Credits: Instagram@kinechan2.0

আপত্তিকর পোষাক (Inappropriate Outfit) পড়ার অভিযোগে বিমানে উঠতে দেওয়া (Restricted from Boarding in Flight) হল না প্রাপ্তবয়স্কদের আন্তর্জাতিক ওয়েবসাইট সংস্থা ওনলি ফ্যানস (OnlyFans)-এর তারকা কাইন-চানকে (Kine-Chan)।

২১ বছর বয়সী ওই ব্রাজিলিয়ান ইনফ্লুয়েঞ্জার (Brazilian influencer) ও মডেল (Model) নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বিমানবন্দরে তোলা একটি ছবি পোস্ট করে বিষয়টি জানিয়েছেন। ছবিতে দেখা যাচ্ছে, বিমানবন্দরের চলন্ত সিঁড়ি থেকে কালো বিকনি ও কালো জুতো পরে নেমে আসছেন কাইন-চান। তাঁর পরনের পোষাক আপত্তিকর হওয়ায় তাঁকে বিমানে উঠতে দেওয়া হবে না বলে জানায় বিমানবন্দর কর্তৃপক্ষ। আরও পড়ুন: Rajinikanth at Badrinath Temple: 'জেলার' মুক্তি পেতেই বদ্রীনাথ ধামে ঈশ্বর আরাধনায় মত্ত রজনীকান্ত

 

View this post on Instagram

 

A post shared by Kine-chan/Digital Influencer (@kinechan2.0)

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)