Kim Taehyung Dog Passes Away: দুবারই হার্টের অস্ত্রোপচার ব্যর্থ, প্রিয় পোষ্যকে হারিয়ে শোকাহত বিটিএস গায়ক ভি
প্রিয় পোষ্যকে হারিয়ে একেবারে ভেঙে পড়েছেন ভি। পোষ্য ইয়েওন্টানের মৃত্যুর খবর নিজেই এবার নিশ্চিত করলেন বিটিএস গায়ক।
দক্ষিণ কোরিয়ার (South Korea) জনপ্রিয় ব্যান্ড বিটিএস (BTS) গায়ক ভি ওরফে কিম তাইহিউংয়ের (Kim Taehyung) পোষ্য কুকুর কিম ইয়েওন্টান (Kim Yeontan) মারা গিয়েছে। প্রিয় পোষ্যকে হারিয়ে একেবারে ভেঙে পড়েছেন ভি। পোষ্য ইয়েওন্টানের মৃত্যুর খবর নিজেই এবার নিশ্চিত করলেন বিটিএস গায়ক। গত বছরেই একটি ইভেন্টে ভি জানিয়েছিলেন, তাঁর পোষ্য কুকুরের শরীর খুব একটা ভালো নেই। ভি জানান, 'ছোট্ট টানের (পোষ্য) হার্টের অবস্থা ভালো নয়। দুবার তাঁর হার্টের অস্ত্রোপচার হয়েছে। কিন্তু দুইবারই তা ব্যর্থ হয়। অস্ত্রোপচারের টেবিলেই সে মারা যেত পারত। কিন্তু তার বাঁচার ইচ্ছা তাকে মৃত্যুর মুখ থেকে বাঁচিয়ে এনেছে প্রতিবার। আমি কৃতজ্ঞ যে সে তার জীবনের জন্যে লড়াই করেছে'।
আরও পড়ুনঃ সমুদ্রের ধারে পাথরের উপরে বসে যোগা রাশিয়ান অভিনেত্রীর, এক মুহূ
ভালো নেই পোষ্য, গত বছরেই সে কথা জনিয়েছিলেন ভি...
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)