Oscar-winning producer Jon Landau Passed Away: ক্যানসার যুদ্ধে হার মানলেন টাইটানিক, অবতার খ্যাত প্রযোজক জন ল্যান্ডাউ
প্রয়াত হলিউডের বিখ্যাত প্রযোজক জন ল্যান্ডাউ। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৩ বছর। জানা যাচ্ছে, দীর্ঘদিন ধরে মারণ রোগ ক্যানসারে ভুগছিলেন।
প্রয়াত হলিউডের বিখ্যাত প্রযোজক জন ল্যান্ডাউ (Jon Landau)। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৩ বছর। জানা যাচ্ছে, দীর্ঘদিন ধরে মারণ রোগ ক্যানসারে ভুগছিলেন। গত ৫ জুলাই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর প্রযোজিত অসংখ্য ছবি বক্সঅফিসে সফল হলেও এরমধ্যে তিনটি সিনেমা অস্কার জয় করেছে। একটি হল ১৯৯৭ সালে মুক্তিপ্রাপ্ত টাইটানিক এবং অপরদুটি হল অবতার ও অবতার দ্য ওয়ে অফ ওয়াটার ছবিটি। দীর্ঘদিনের বন্ধু পরিচালক, প্রযোজক জেমন ক্যামেরনের সঙ্গেই একাধিক ছবি বানিয়েছেন জন ল্যান্ডাউ। এমনকী অবতারের বাকি পার্টগুলিতেও তাঁর প্রযোজনা করার কথা ছিল। কিন্তু ক্যানসার যুদ্ধে হার মানতে হল তাঁকে। তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন হলিউডের বিখ্যাত তারকারা।