Jannat Toha Reels: অন্তঃসত্ত্বা জন্নত তোহা, তাও সোশ্যাল মিডিয়া থেকে দু দণ্ড বিরাম নেই, নয়া ভিডিয়ো ঝড় তুলল
জন্নতের ভিডিয়ো মানেই মন পসন্দ নেটবাসীর। তাঁর পোশাকশৈলী থেকে শুরু করে মেকআপ, হেয়ার স্টাইল চর্চায় থাকে সব কিছুই। ইনস্টাগ্রামে দেড় লক্ষের বেশি ফলোয়ার তাঁর।
মা হতে চলেছেন বাংলাদেশি ইনফ্লুয়েন্সার (Bangladesh Influencer) জন্নত তোহা (Jannat Toha)। তাও সোশ্যাল মিডিয়া থেকে দু দণ্ড বিরাম নেই। অনুরাগীদের জন্যে নিত্য নতুন ভিডিয়ো পোস্ট করে চলেছেন তিনি। জন্নতের ভিডিয়ো মানেই মন পসন্দ নেটবাসীর। তাঁর পোশাকশৈলী থেকে শুরু করে মেকআপ, হেয়ার স্টাইল চর্চায় থাকে সব কিছুই। ইনস্টাগ্রামে দেড় লক্ষের বেশি ফলোয়ার তাঁর। স্বামীর সঙ্গে নানারকম রোম্যান্টিক ভিডিয়োও বানাতে দেখা যায় তাঁকে। গত বছরেই জান্নাতের একটি এমএমএস ফাঁস হয়েছিল সোশ্যাল মিডিয়ায় (Jannat Toha Leaked MMS)। যার জেরে বহু কটূক্তি, সমালোচনার শিকার হতে হয়েছিল তাঁকে। এমএমএস কাণ্ডের পর থেকেই জন্নতের জনপ্রিয়তা তরতর করে বেড়েছে। অনেকে আবার এও বলেন, প্রচারের আলো পাওয়ার জন্যে নাকি জন্নত নিজের এমএমএস নিজেই ফাঁস করেছিলেন।
মনমোহিনী জন্নত তোহাঃ
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)