Jacqueliene Fernandez: ইলন মাস্কের মায়ের সঙ্গে সিদ্ধিবিনায়ক মন্দির দর্শনে জ্যাকলিন, ভিন্নভাবে ইস্টার উদযাপন মাতৃহারা অভিনেত্রীর

প্রতি বছর নায়িকা তাঁর পরিবারের সঙ্গে গির্জায় গিয়ে ইস্টার পালন করেন। তবে ছন্দপতন হল এইবার। ৫ এপ্রিল মারা গিয়েছেন অভিনেত্রীর মা কিম ফার্নান্ডেজ।

Jacqueliene Fernandez visits Siddhivinayak Temple with Elon Musk's mother Maye Musk (Photo Credits: X)

সদ্য মাকে হারিয়েছেন অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ (Jacqueliene Fernandez)। ইস্টার উদযাপন করতে ইলন মাস্কের মা মে মাস্কের (Maye Musk) সঙ্গে মুম্বইয়ের সিদ্ধিবিনায়ক মন্দির (Siddhivinayak Temple) দর্শনে গেলেন মাতৃহারা জ্যাকলিন। প্রতি বছর নায়িকা তাঁর পরিবারের সঙ্গে গির্জায় গিয়ে ইস্টার পালন করেন। তবে ছন্দপতন হল এইবার। ৫ এপ্রিল মারা গিয়েছেন অভিনেত্রীর মা কিম ফার্নান্ডেজ। তাই এই বছর ইস্টার (Easter Sunday 2025) কাছের বন্ধু মে মাস্কের সঙ্গে জ্যাকলিন গেলেন সিদ্ধিবিনায়ক দর্শনে। পেশায় পুষ্টিবিদ তথা বিখ্যাত সুপার মডেল ৭৭ বছরের মে এবং জ্যাকলিন কাছের বন্ধু। টেসলাকর্তা ইলন মাস্কের মা এই মুহূর্তে রয়েছেন ভারতে। মে তাঁর 'এ ওম্যান মেকস এ প্ল্যান' বইটি প্রচারের জন্যে ভারতে এসেছেন।

ইলন মাস্কের মায়ের সঙ্গে সিদ্ধিবিনায়ক মন্দিরে মাতৃহারা জ্যাকলিনঃ

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement