Sharda Sinha Hospitalized: আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি 'ম্যায়নে পেয়ার কিয়া' গায়িকা, লাইফ সাপোর্টে সারদা সিনহা

২০১৭ সালে মাল্টিপল মায়লোমা-তে (অস্থি মজ্জার ক্যানসার) আক্রান্ত হন সারদা। সেই থেকেই চিকিৎসা চলছে পদ্মভূষণ প্রাপক গায়িকার।

Sharda Sinha Hospitalized (Photo Credits: X)

হাসপাতালে ভর্তি জনপ্রিয় লোকসঙ্গীত গায়িকা সারদা সিনহা (Sharda Sinha)। শনিবার আশঙ্কাজনক অবস্থায় দিল্লি এমসে (Delhi AIIMS) ভর্তি করা হয়েছে তাঁকে। আইসিইউ-তে লাইফ সাপোর্টে রয়েছেন ৭২ বছরের ক্যানসার আক্রান্ত শিল্পী। ২০১৭ সালে মাল্টিপল মায়লোমা-তে (অস্থি মজ্জার ক্যানসার) আক্রান্ত হন সারদা। সেই থেকেই চিকিৎসা চলছে পদ্মভূষণ প্রাপক গায়িকার। হাসপাতাল সূত্রে খবর, শনিবার শিল্পীকে হাসপাতালে আনা হলে তাঁকে আইসিইউ-তে রেখে চিকিৎসা চলছিল। তবে রবিবার সকাল থেকেই তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। লাইফ সাপোর্ট দেওয়া হয় তাঁকে। সদ্যই স্বামী ব্রজ কিশোর সিনহাকে হারিয়েছেন সারদাদেবী। পড়ে গিয়ে মস্তিষ্কে রক্তক্ষরণের জেরে মৃত্যুর হয় তাঁর স্বামীর। এই বছরেই ৫৪'তম বিবাহবার্ষিকী উদযাপন করেছিলেন দম্পতি। লোকসঙ্গীতের পাশাপাশি বলিউড ছবিতেও গান গেয়েছেন সারদা সিনহা। হাম আপকে হ্যায় কওন, ম্যায়নে পেয়ার কিয়া, গ্যাংস অফ ওয়াসেপুর-সহ একাধিক ছবিতে গান গলা দিয়েছেন তিনি।

লাইফ সাপোর্টে গায়িকা সারদা সিনহা...