Adrija Addy Roy: কলকাতা ছেড়ে প্রবাসী অদ্রিজা রায়, 'অনুপমা'-খ্যাত বাঙালি নায়িকার মোহে মোহিত মুম্বই, আপতত অ্যাডির সময় কাটছে থাইল্যান্ডে

Adrija Roy (Photo Credit: FB)

থাইল্যান্ডে (Thailand) জন্মদিন পালন করছেন অদ্রিজা রায় (Adrija Addy Roy)। সেখানেই একেবারে স্বপ্নসুন্দরী রূপে হাজির হন অদ্রিজা। নিজের সোশ্যাল হ্যান্ডেলে অদ্রিজা থাইল্যান্ড ভ্রমণের একের পর এক মুহূর্ত পোস্ট করেন। যা দেখে অদ্রিজাকে ভালবাসায় ভরিয়ে দেন প্রত্যেকে। বহুদিন আগেই কলকাতা (Kolkata) ছেড়ে মুম্বইতে (Mumbai) পাড়ি দিয়েছেন অদ্রিজা। সেখানেই ইমলি থেকে শুরু করে অনুপমা, একের পর এক মেগা সিরিয়ালে অভিনয় করতে দেখা যাচ্ছে তাঁকে। অনুপমায় তো অভিনেত্রী রূপালির সঙ্গে অন্যতম প্রধান চরিত্রে অভিনয় করছেন অদ্রিজা রায়। অনুপমা শুরু করার পর থেকেই অদ্রিজার জনপ্রিয়তা ক্রমশ বাড়তে শুরু করে। কলকাতার গণ্ডি পেরিয়ে তাই অদ্রিজা এখন মুম্বইবাসী। এবার সেই অদ্রিজা রায়ই তাঁর থাইল্যান্ড ভ্রমণের ছবি পোস্ট করলে, তা দেখে আপ্লুত তাঁর অসংখ্য অনুরাগী।

দেখুন অদ্রিজা রায়ের সেই ছবি যেখানে তিনি থাইল্যান্ডে কাটাচ্ছেন সময়...

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement