Gufi Paintal Last Rites: চিরঘুমে সকলের কাছের শকুনি মামা! শেষযাত্রায় হাজির পরিবারসহ বন্ধুরা (দেখুন ছবি)

অভিনেতার শেষ যাত্রায় ভাইপো ছাড়াও ছিলেন টেলিভিশনের আরেক জনপ্রিয় মুখ কানওয়ারজিৎ পেন্টাল, যিনি সম্পর্কে গুফি পেন্টালের ভাই। তাকেও শেষযাত্রায় দেখা যায়।

Gufi Pental last riot Photo Credit: Instagramatestly.hindi

প্রয়াত জনপ্রিয় অভিনেতা গুফি পেন্টাল(Gufi Paintal)। মহাভারতের শকুনি চরিত্র তাঁকে এনে দিয়েছিল খ্যাতি । বার্ধক্যজনিত কারণে ভুগছিলেন অনেকদিনই।  গত বুধবার  হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। আজ (৫ জুন) সকালে মুম্বইয়ের এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর ভাইপো হিতেন পেন্টাল সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, ঘুমের মধ্যেই শান্তিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। হিতেন বলেন, ‘দুর্ভাগ্য, তিনি আর নেই। এদিন সকাল ৯টা নাগাদ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।’অভিনেতার শেষ যাত্রায় ভাইপো ছাড়াও ছিলেন টেলিভিশনের আরেক জনপ্রিয় মুখ কানওয়ারজিৎ পেন্টাল, যিনি সম্পর্কে গুফি পেন্টালের ভাই।  তাকেও শেষযাত্রায় দেখা যায়। দেখুন শেষযাত্রার সেই ছবি-

 

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now

Share Now