Grammy award 2023: গ্র্যামি অ্যাওয়ার্ড 'সং অফ দ্য ইয়ার' কে জিতল ?
২০২৩ এর গ্র্যামি অ্যাওয়ার্ডে বছরের সেরা গানের শিরোপা তুলল জাস্ট লাইক দ্যাট ।অ্যাওয়ার্ড পেলেন আমেরিকান সিঙ্গার বনি রেইট
২০২৩ এর গ্র্যামি অ্যাওয়ার্ডে বছরের সেরা গানের শিরোপা ঘরে তুলল 'জাস্ট লাইক দ্যাট' ।অ্যাওয়ার্ড পেলেন আমেরিকান সিঙ্গার বনি রেইট।মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেনের হাত থেকে পুরষ্কার গ্রহন করেন তিনি।
হলিউড রিপোর্টারের তথ্য অনুযায়ী,প্রাথমিকভাবে নিজের নাম শোনার পর বেশ হকচকিয়ে যান বনি। পুরষ্কার গ্রহনের পর তিনি জানান, 'আমি জানি না আমি কি বলব , এটা খুবই দুর্লভ একটা মূহূর্ত'।
হলিউড রিপোর্টারের তথ্য অনুযায়ী এই গানের পাশাপাশি বনি আরও বেশ কিছু গানের জন্য মনোনীত হয়েছিলেন। যার মধ্যে রয়েছে গেইলসের এবিসিডিইএফইউ, লিজ্জোর অ্যাবাউট ড্যাম টাইম, টেইলর সুইফটের অল টু ওয়েল, হ্যারি স্টাইলসের অ্যাজ ইট ওয়াজ, স্টিভ ল্যাসির ব্যাড হ্যাবিট,বেয়ন্সের ব্রেক মাই সোল,অ্যাডেলের ইজি অন মি, কেনড্রিক ল্যামার্সের দ্য হার্ট পার্ট ৫ প্রভৃতি।
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)