Gauahar Khan Ramp Walk With Baby Bump: ফের মা হচ্ছেন গওহর খান, বেবি বাম্প নিয়ে ফ্যাশন শো'য়ের মঞ্চ দাপালেন, ধরা দিল মাতৃত্বের জেল্লা
শনিবার মুম্বইয়ে একটি ফ্যাশন শো আয়োজিত হয়েছিল। আর সেখানেই অন্তঃসত্ত্বা গওহর হেঁটে গেলেন আত্মবিশ্বাসের সঙ্গে। মাতৃত্বের জেল্লা যেন ঠিকরে বেরোচ্ছে অভিনেত্রী চোখ মুখ থেকে।
দ্বিতীয়বার মা হতে চলেছেন অভিনেত্রী গওহর খান (Gauahar Khan)। সদ্যই স্বামী জায়েদ দরবারের (Zaid Darbar) সঙ্গে একটি রিল শেয়ার করে দ্বিতীয় সন্তানের আগমনের সুখবর প্রকাশ করেন বিগ বস বিজেতা। ভিডিয়োয় বেবি বাম্প দেখিয়ে গওহর এবং জায়েদ আবারও বাবা-মা হওয়ার খুশি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন। এবার বেবি বাম্প (Baby Bump) নিয়েই ফ্যাশন শো'য়ের মঞ্চে র্যাম্পে হাঁটলেন অভিনেত্রী। শনিবার মুম্বইয়ে একটি ফ্যাশন শো আয়োজিত হয়েছিল। আর সেখানেই অন্তঃসত্ত্বা গওহর হেঁটে গেলেন আত্মবিশ্বাসের সঙ্গে। মাতৃত্বের জেল্লা যেন ঠিকরে বেরোচ্ছে অভিনেত্রী চোখ মুখ থেকে। ২০২৩ সালে প্রথম সন্তানের জন্ম দেন গওহর। ছেলের নাম রাখেন জিহান।
বেবি বাম্প নিয়ে গওহরের র্যাম্প ওয়াকঃ
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)