Ed Sheeran: বেঙ্গালুরু কনসার্টে এড শিরানকে সঙ্গ দিলেন শিল্পা, মার্কিন পপস্টার তেলুগু গান ধরতেই মিলল চমক
ভিড়ে ঠাসা অনুষ্ঠানের মাঝে হঠাৎই তেলুগু ভাষায় গান ধরলেন মার্কিন গায়ক। শ্রোতামহল তো শুনে একেবারে অবাক। মঞ্চে গায়ককে সঙ্গ দিলেন শিল্পা রাও
মিউজিক্যাল ট্যুর নিয়ে ভারতে এসেছেন মার্কিন পপস্টার এড শিরান (Ed Sheeran)। পুনে, হায়দরাবাদ, চেন্নাইয়ের পর এবার পালা শিরানের বেঙ্গালুরু কনসার্টের। রবিবার দুপুরে বেঙ্গালুরুতে স্ট্রিট পারফরম্যান্স করতে গিয়ে পুলিশি বাধার মুখে পড়তে হয়েছিল গায়ককে। চার্চ স্ট্রিটে ফুটপাতে মাইক এবং গিটার হাতে গান ধরেতেই তেড়ে আসেন পুলিশ। এদিন রাতেই ছিল শিরানের বেঙ্গালুরু কনসার্ট। ভিড়ে ঠাসা অনুষ্ঠানের মাঝে হঠাৎই তেলুগু ভাষায় গান ধরলেন মার্কিন গায়ক। শ্রোতামহল তো শুনে একেবারে অবাক। মঞ্চে গায়ককে সঙ্গ দিলেন শিল্পা রাও (Shilpa Rao)। জুনিয়র এনটিআর এবং জাহ্নবী কাপুর অভিনীত ছবি 'দেবারা'র গান 'চুট্টামাল্লে' (Chuttamalle) গাইলেন শিরান এবং শিল্পা।
আরও পড়ুনঃ বেঙ্গালুরুর রাস্তায় এড শিরানের স্ট্রিট পারফরম্যান্স, আচমকাই বন্ধ করে দিল পুলিশ
তেলুগু ভাষায় গান ধরলেন শিরানঃ
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)