Kiran Dutta On Raghu Dakat: 'দেব দার প্রমোশনস, দেব দার মুভিস', 'রঘু ডাকাত' মুক্তির পর পোস্ট জনপ্রিয় ইউটিউবার কিরণ দত্তর

Kiran Dutta On Raghu Dakat (Photo Credit: FB/Wikipedia)

সবে সবে মুক্তি পেয়েছে রঘু ডাকাত (Raghu Dakat)। ২৫ সেপ্টেম্বর বাংলা জুড়ে মুক্তি পেয়েছে দেবের (DEV) রঘু ডাকাত। যা নিয়ে দর্শকদের উত্তেজনা চরমে। এবার দেব, ইধিকা, অনির্বাণ, সোহিনীদের সিনেমা নিয়ে পোস্ট করলেন বং গাই অর্থাৎ জনপ্রিয় ইউটিউবার কিরণ দত্ত।

নিজের সোশ্যাল হ্যান্ডেলে কিরণ দত্ত (Kiran Dutta) একটি পোস্ট করেন। যেখানে দুটি বার্গারের ছবি দিয়ে দেবের সিনেমা এবং তার প্রমোশনের মধ্যে পার্থক্য বোঝানোর চেষ্টা করেন। পাশাপাশি এই পোস্টের জন্য তিনি বহু মানুষের কাছে কুকথা শুনবেন, তাও জানেন। এমন কথাও পোষ্ট করতে দেখা যায় কিরণ দত্তকে।

বং গাই-য়ের ওই পোস্ট দেখে বহু মানুষ নানা ধরনের মন্তব্য করেন। তবে কেউ কেউ আবার কটাক্ষও করেন। কিরণ দত্তর পেজে রিচ কমে গিয়েছে। তাই রিচ বাড়াতে এই পোস্ট করছেন বলেও কটাক্ষ করেন অনেকে।

প্রসঙ্গত এই পুজোতে মুক্তি পেয়েছে বাংলায় আরও ৩টি ছবি। রক্তবীজ ২ থেকে শুরু করে দেবী চৌধুরানী এবং যত কাণ্ড কলকাতাতেই। তাই দর্শক নিজেরাও বুঝতে পারছেন না, ঠিক কোন সময়ে কোন ছবি দেখা উচিত। সবকিছু মিলিয়ে পুজোর বাজার গরম করতে হাজির পরপর ৪টি বাংলা সিনেমা।

আরও পড়ুন: Tollywood Puja Release 2025: পুজোয় রিলিজ করল চারটি বাঙলা সিনেমা, রঘু ডাকাত বনাম দেবী চৌধুরাণী, রক্তবীজ ২ বনাম যত কাণ্ড কলকাতায়, কোনটা দেখবেন

দেখুন কিরণ দত্ত কী পোস্ট করলেন...

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement