Avatar2: এবার সিনেমা হলে বড় রিলিজের পথে যাচ্ছে ডিজনি ইন্ডিয়া, দেখুন অবতার টু কবে রিলিজ করছে

এবার সিনেমা হলে রিলিজের পথে হাঁটছে ডিজনি ইন্ডিয়া। করোনা দুনিয়াকে পিছনে ফেলে চলতি বছর নভেম্বর থেকে আগামী বছরের ডিসেম্বর পর্যন্ত তাদের বেশ কিছু বড় সিনেমা রিলিজ করতে চলেছে ডিজনি। দ্য মার্ভেল থেকে অবতার ২, থোর লাভ। একের পর এক সিনেমা ২০২১ সাল থেকে পরপর রিলিজ করতে থাকবে ডিজনি। অবতার টু রিলিজ করবে আগামী বছর ১৬ ডিসেম্বর।

Disney India's New Release. (Photo Credits: Twitter)

এবার সিনেমা হলে তাদের বড় প্রজেক্ট রিলিজের পথে হাঁটছে ডিজনি ইন্ডিয়া (Disney India)। করোনা দুনিয়াকে পিছনে ফেলে চলতি বছর নভেম্বর থেকে আগামী বছরের ডিসেম্বর পর্যন্ত তাদের বেশ কিছু বড় সিনেমা রিলিজ করতে চলেছে ডিজনি। দ্য মার্ভেল থেকে অবতার ২ (Avatar2), থোর লাভ। একের পর এক সিনেমা ২০২১ সাল থেকে পরপর রিলিজ করতে থাকবে ডিজনি। অবতার টু রিলিজ করবে আগামী বছর ১৬ ডিসেম্বর।

চলতি বছর ৫ নভেম্বর ডিজনি ইন্ডিয়া তাদের প্রথম বড় রিলিজটা করছে ইন্টারনালস দিয়ে। তারপর আগামী বছর মার্চে ডক্টর স্ট্রেঞ্জ, মে মাসে থোর লাভ অ্যান্ড থান্ডার, জুনে লাইট ইয়ার। এমন করে মোট ৮টি বড় সিনেমা রিলিজ করছে ডিজনি ইন্ডিয়া। আরও পড়ুন: 'আমরা কাউকে নিশানা করছি না', শাহরুখ পুত্রের গ্রেফতারির পর বললেন এনসিবি অফিসার

দেখুন টুইট

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)