De De Pyaar De 2 Return: বড় পর্দায় ফিরছে 'দে দে প্যায়ার দে -২', অজয় দেবগণ এর সঙ্গে সহযোগিতায় ভূষণ কুমার ও লভ রঞ্জন (দেখুন পোস্ট)

'দে দে পেয়ার দে ২' ছবিটির পরিচালনা করবেন আংশুল শর্মা। যৌথভাবে ছবিটি প্রযোজনা করবেন ভূষণ কুমার, কৃষ্ণ কুমার, লভ রঞ্জন এবং অঙ্কুর গর্গ। ছবির গল্প যৌথভাবে লিখেছেন তরুণ জৈন ও লাভ রঞ্জন।

De De pyar De 2 Photo Credit: Instagramthefilmycharcha

রাউডি রূপ ছেড়ে আবারও রোমান্টিক কমেডি ছবিতে দেখা যাবে অজয় ​​দেবগনকে। ২০১৯ সালে মুক্তি পাওয়া সুপারহিট ছবি 'দে দে পেয়ার দে'-এর সিক্যুয়াল দেদে প্যায়ার দে-২ নিয়ে আসছে প্রযোজনা সংস্থা টি সিরিজ। চলচ্চিত্র সমালোচক তরণ আদর্শ একটি পোস্ট শেয়ার করে এই কথা জানান।  এবারও ছবিতে মুখ্য ভূমিকায় থাকবেন অজয় ​​দেবগন। ছবিতে তাকে সহযোগিতা করবেন ভূষণ কুমার ও লভ রঞ্জন। 'দে দে পেয়ার দে ২' ছবিটির পরিচালনা করবেন আংশুল শর্মা। যৌথভাবে ছবিটি প্রযোজনা করবেন ভূষণ কুমার, কৃষ্ণ কুমার, লভ রঞ্জন এবং অঙ্কুর গর্গ। ছবির গল্প যৌথভাবে লিখেছেন তরুণ জৈন ও লাভ রঞ্জন। এই বছরের জুন মাসে ছবিটির শুটিং শুরু হবে এবং ছবিটি ২০২৫ সালের ১মে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

 

 

View this post on Instagram

 

A post shared by Taran Adarsh (@taranadarsh)

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now

Share Now