Chhaava: 'ছাবা' মুক্তির আগে স্বর্ণমন্দির দর্শনে ভিকি-রশ্মিকা, ক্যাটের বরের হাত ছাড়লেনই না দক্ষিণী সুন্দরী
প্রেক্ষাগৃহে 'ছাবা'র ভালো ব্যবসার জন্যে প্রার্থনা করতে সোমবার ভিকি এবং রশ্মিকা পৌঁছলেন পাঞ্জাবের অমৃতস্বরে অবস্থিত স্বর্ণমন্দিরে।
চলছে প্রেমের সপ্তাহ। আর কিছুদিন বাদেই ভালোবাসার দিন অর্থাৎ ভ্যালেন্টাইনস ডে (Valentine's Day)। সেদিনই প্রেক্ষাগ্রহে মুক্তি পেতে চলেছে ভিকি কৌশল (Vicky Kaushal) এবং রশ্মিকা মন্দনা (Rashmika Mandanna) অভিনীত 'ছাবা' (Chhaava)। ছবি মুক্তির আগে জোরকদমে চলছে প্রচার। বিভিন্ন রাজ্য ঘুরে 'ছাবা' প্রচার করছেন ছত্রপতি সম্ভাজির চরিত্রে অভিনয় করা ভিকি। দিন কয়েক আগে কলকাতায় এসেও প্রচার সেরে গিয়েছেন তিনি। পায়ে চোট লাগার কারণে অধিকাংশ সময়েই প্রচারে অংশ নিতে পারেননি রশ্মিকা। তবে চোট থেকে ধীরে ধীরে সেরে উঠেছেন অভিনেত্রী। প্রেক্ষাগৃহে 'ছাবা'র ভালো ব্যবসার জন্যে প্রার্থনা করতে সোমবার ভিকি এবং রশ্মিকা পৌঁছলেন পাঞ্জাবের অমৃতস্বরে অবস্থিত স্বর্ণমন্দিরে ( Golden Temple)। সহ-অভিনেতা ভিকির হাত শক্ত করে ধরে মন্দির দর্শন সারলেন রশ্মিকা।
'ছাবা' মুক্তির আগে স্বর্ণমন্দিরে ভিকি-রশ্মিকাঃ
ভিকির হাত শক্ত করে ধরে স্বর্ণমন্দির ঘুরলেন রশ্মিকাঃ
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)