Cannes 2023: গলায় 'টিকটিকি' ঝুলিয়ে কানের মঞ্চে উর্বশী, নায়িকার কাণ্ডে শিউরে উঠল নেটবাসী
উর্বশীর গয়না অবাক করল নেটবাসীকে। নায়িকার গলায় গয়নার বদলে স্থান পেল আস্ত দুই 'টিকটিকি'। অভিনেত্রী গলা জড়িয়ে রয়েছে তাঁরা। সঙ্গে কানে রয়েছে টিকটিকির দুলও।
Cannnes 2023: ৭৬'তম কান চলচ্চিত্র উৎসবে বলি অভিনেত্রী উর্বশী রাউতেলার (Urvashi Rautela) গয়না দেখে চোখ একেবারে কপালে ওঠাও জো। মঙ্গলবার, ১৬ মে থেকে শুরু হয়েছে কান ফিল্ম ফেস্টিভ্যাল ((Cannes Film Festival 2023)। যা চলবে ২৭ মে পর্যন্ত। কানের রেড কার্পেট ঝলমলে গোলাপি রঙের অফ শোন্ডার গাউনে দেখে গিয়েছে বলি সুন্দরিকে। কিন্তু পোশাকের সঙ্গে উর্বশীর গয়না অবাক করল নেটবাসীকে। নায়িকার গয়নায় দেখা মিলল আস্ত 'টিকটিকি'র। অভিনেত্রী গলা জড়িয়ে রয়েছে দুইটি টিকটিকি। সঙ্গে কাছে রয়েছে টিকটিকির দুলও।
গলায় টিকটিকি ঝুলিয়ে কানের মঞ্চে উর্বশী...
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)