Tiger 3 Trailer Out: দেশ এবং পরিবারকে বাঁচাতে অ্যাকশন অবতারে সলমন, রণংদেহি ক্যাটরিনাও, প্রকাশ্যে টাইগার ৩ ট্রেলার

২ মিনিট ৫১ সেকেন্ডের ট্রেলার জুড়ে ধুমধুমার অ্যাকশন। সলমন তো বটেই ক্যাটরিনা কাইফও একেবারে রণংদেহি মূর্তিতে ধরা দিয়েছেন। শত্রু বিনাশ করে নিজের দেশ এবং পরিবারকে কীভাবে রক্ষা করবে টাইগার তা নিয়েই ছবির গল্প। ১২ নভেম্বর দিওয়ালিতে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে 'টাইগার ৩'।

Tiger 3 Trailer Out (Photo Credits: YouTube)

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষ মুক্তি পেল 'টাইগার থ্রি'এর ট্রেলার (Tiger 3 Trailer Out)। ২ মিনিট ৫১ সেকেন্ডের ট্রেলার জুড়ে ধুমধুমার অ্যাকশন। সলমন (Salman Khan) তো বটেই ক্যাটরিনা কাইফও (Katrina Kaif) একেবারে রণংদেহি মূর্তিতে ধরা দিয়েছেন। ছবিতে রয়েছেন ইমরান হাশমিও (Emraan Hashmi)। গোটা ট্রেলার জুড়ে তাঁর প্রতিশোধস্পৃহার কণ্ঠস্বর শোনা গেলেও দর্শন মিলেছে এক্কেবারে শেষে গিয়ে। প্রতিশোধের আগুনে জ্বলছে ভিলেন ইমরান। টাইগারের দেশ, পরিবার সব ধ্বংস করে দেওয়ার শপথ নিয়েছে সে। শত্রু বিনাশ করে নিজের দেশ এবং পরিবারকে কীভাবে রক্ষা করবে টাইগার তা নিয়েই ছবির গল্প। ১২ নভেম্বর দিওয়ালিতে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে 'টাইগার ৩' (Tiger 3)।

দেখুন 'টাইগার থ্রি' ট্রেলার... 

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)