Sanjay Dutt Gym Photos: বয়স শুধুই সংখ্যা, ৬৩-তেও জিম কাঁপাচ্ছেন সঞ্জয় দত্ত

অনুপম খের, অনীল কাপুরদের মতো বর্ষীয়ান বলি অভিনেতারা আজও জিমে গিয়ে ঘাম ঝরাচ্ছেন। টেক্কা দিতে সক্ষম নতুন প্রজন্মের যেকোনো অভিনেতাকে।

মুম্বই, ৭ জানুয়ারিঃ বলিউড তারকাদের মধ্যে জিম করার ঝোঁক একটু বেশি দেখা যায়। অনুপম খের (Anupam Kher), অনীল কাপুরদের (Anil Kapoor) মতো বর্ষীয়ান বলি অভিনেতারা আজও জিমে গিয়ে ঘাম ঝরাচ্ছেন। টেক্কা দিতে সক্ষম নতুন প্রজন্মের যেকোনো অভিনেতাকে। বয়স যে কেবলই সংখ্যা মাত্র তা বারেবারে প্রমান করেছেন এই সকল প্রবীণ অভিনেতারা। সেই তালিকায় রয়েছেন ‘মুন্না ভাই’ও। ৬৩ বছর বয়সেও জিম কাঁপাচ্ছেন সঞ্জয় দত্ত (Sanjay Dutt Gym Photos)। তাঁর জিম ভিডিয়ো যেকোনো প্রজন্মের কাছেই অনুপ্রেরণা। সম্প্রতি এমনই এক ছবি শেয়ার করেছেন তিনি। যেখানে অভিনেতাকে ডাম্বেল লিফটিং করতে দেখা যাচ্ছে। ছবি শেয়ার  করে সঞ্জয় দত্ত (Sanjay Dutt) লিখেছেন, ‘মন থেকে কিছু বিশ্বাস করলে শরীর তাতে ঠিক সায় দেবে’।

দেখুন ছবিঃ 

 

View this post on Instagram

 

A post shared by Sanjay Dutt (@duttsanjay)

 

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now

Share Now