Ranbir Kapoor Shamshera Look: শামশেরা-র শুটিং সেট থেকে ভাইরাল পুরনো ছবি, চেনা দায় রণবীরকে

অনুরাগীদের চোখ টেনেছে রণবীরের শামশেরা লুকের ছবি। অভিনেতার পরনে খাকি রঙের পাঞ্জাবী পাজামা। তার উপর চাপানো শীতের কালো জ্যাকেট। মুখে চাপ দাঁড়ি। চোখে রোড চশমা।

Ranbir Kapoor Shamshera Look (Photo Credits: Instagam)

রণবীর কাপুরের (Ranbir Kapoor) চলচ্চিত্র 'শামশেরা' (Shamshera) শুটিং সেট থেকে ভাইরাল হল কিছু পুরনো ছবি। দিন কয়েক আগেই অভিনেতা ৪২ বছরে পা দিয়েছেন। রণবীরকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে সহকারী কোরিওগ্রাফার প্রসন্ন বাবু ওই ছবিগুলো শেয়ার করেন। শমশেরা ছাড়াও ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি এবং ব্রহ্মাস্ত্রর কিছু বিটিএস (Behind The Scenes) ছবি তুলে ধরেন প্রসন্ন। তবে অনুরাগীদের চোখ টেনেছে রণবীরের শামশেরা লুকের ছবি। অভিনেতার পরনে খাকি রঙের পাঞ্জাবী পাজামা। তার উপর চাপানো শীতের কালো জ্যাকেট। মুখে চাপ দাঁড়ি। চোখে রোড চশমা। চেনা দায় রণবীরকে।

শামশেরা-র শুটিং সেট থেকে ভাইরাল পুরনো ছবি... 

 

View this post on Instagram

 

A post shared by Prashanna Babu (@prashannababu89)

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)