Ranbir Kapoor: ছবির শুটিং সেটে নিজের স্পট বয়ের জন্মদিন উদযাপন, অনুরাগীদের মন কাড়লেন রণবীর

ব্রহ্মাস্ত্রর পর এবার সঞ্জয় লীলা বনসালির (Sanjay Leela Bhansali) পরিচালনায় 'লাভ এন্ড ওয়ার' (Love and War) ছবিতে একসঙ্গে কাজ করতে চলেছেন কাপুর দম্পতি। এছাড়াও ছবিতে রয়েছেন ভিকি কৌশলও।

Ranbir Kapoor celebrates his spot boy's birthday (Photo Credits: X)

'ব্রহ্মাস্ত্র'র পর আরও একবার একসঙ্গে পর্দায় রণবীর কাপুর (Ranbir Kapoor) এবং স্ত্রী আলিয়া ভাট (Alia Bhatt)। অয়ন মুখার্জি পরিচালিত ব্রহ্মাস্ত্র ছবির শুটিং সেট থেকেই 'রালিয়া'র সম্পর্কের সমীকরণ গড়ে উঠতে শুরু করেছিল। এখন তাঁরা পুরোদস্তুর স্বামী-স্ত্রী। রাহার বাবা-মা। ব্রহ্মাস্ত্রর পর এবার সঞ্জয় লীলা বনসালির (Sanjay Leela Bhansali) পরিচালনায় 'লাভ এন্ড ওয়ার' (Love and War) ছবিতে একসঙ্গে কাজ করতে চলেছেন কাপুর দম্পতি। এছাড়াও ছবিতে রয়েছেন ভিকি কৌশল। ছবির শুটিং সেটে নিজের 'স্পট বয়' ইন্দ্রর জন্মদিন উদযাপন করলেন রণবীর। জন্মদিনের কেক কেটে নিজের হাতে ওই কেক খাইয়েছেন অভিনেতাকে। রণবীরও দুষ্টুমি করে এক টুকরো কেক নিয়ে ইন্দ্রকে মাখালেন। জন্মদিন উদযাপনের সেই ভিডিয়ো উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়।

শুটিং সেটে নিজের স্পট বয়ের জন্মদিন উদযাপন করলেন রণবীর... 

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)