Pathaan Trailer Out: ঝাঁ চকচকে লোকেশন, চমকপ্রদ গ্রাফিক্সে শাহরুখের 'পাঠান'এর ট্রেলার জমজমাট, অ্যাকশনে ভরপুর ঝলকে ধুমের ছোঁয়া

জন আব্রাহামের খলনায়কের চরিত্রে বেশ প্রশংসিত। তবে শেষমেষ জয় হবে কার? দেশরক্ষায় পাঠনের নাকি দেশ বিপর্যয়ে জিমের?

মুম্বই, ১০ জানুয়ারিঃ অবশেষে বহু প্রতীক্ষার পর প্রকাশ্যে ‘পাঠান’ এর ট্রেলার (Pathaan Trailer Out)। মুখোমুখি ভারত এবং পাকিস্তান দুই দেশের দুই গুপ্তচর। পাঠান (Shah Rukh Khan) এর বিপরীতে জিম (John Abraham)। ২ মিনিট ৩৪ সেকেন্ডের ট্রেলারে বাদশার এন্ট্রি হল ৫০ সেকেন্ডে। সকল দর্শকের নজর যেন তাঁর অপেক্ষাতেই ছিল। বন্দুর, গুলি, বিস্ফোরণ, এয়ার জেট স্পাই থ্রিলার ছবিতে কোন কিছুরই খামতি রাখেননি পরিচালক সিদ্ধার্থ আনন্দ (Siddharth Anand)। সেই সঙ্গে দীপিকা পাড়ুকোনও (Deepika Padukone) থাকছেন ফুল-অন অ্যাকশন মোডে। জন আব্রাহামের খলনায়কের চরিত্রে বেশ প্রশংসিত। তবে শেষমেষ জয় হবে কার? দেশরক্ষায় পাঠনের নাকি দেশ বিপর্যয়ে জিমের?

দেখুন ‘পাঠান’এর ট্রেলার, হিন্দি ভাষায়ঃ      

'পাঠান'এর ট্রেলার তামিল ভাষায়ঃ 

'পাঠান'এর ট্রেলার তেলেগু ভাষায়ঃ  

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)