Karisma Kapoor, Kareena Kapoor Khan Trolled: 'অ্যারোগেন্ট আন্টিস', পড়ুয়াকে দেখে সরে যাওয়ায় চরম ট্রোলের মুখে করিশ্মা, করিনা

Karisma Kapoor, Kareena Kapoor Khan (Photo Credit: Instagram)

ফের নেটিজেনদের একাংশের জোরদার কটাক্ষের মুখে পড়লেন করিশ্মা কাপুর (Karisma Kapoor) এবং করিনা কাপুর খান। করিশ্মা এবং করিনা (Kareena Kapoor Khan) যখন গাড়ি থেকে নামেন, ছবি তোলার জন্য তাঁদের দেখে দৌঁড়ে আসে ছোট দুই স্কুল ফেরৎ পড়ুয়া। কিন্তু স্কুল পড়ুয়াদের ছবি তোলার আবদার অগ্রাহ্য করে, দরজা দিয়ে ভিতরে ঢুকে যান বলিউডের এই প্রথম সারির দুই অভিনেত্রী। যা দেখে নেটিজেনদের একাংশের তরফে জোরদার কটাক্ষ করা হয় কাপুর পরিবারের দুই কন্যাকে। কেউ 'অ্যারোগেন্ট আন্টিস' বলে তাঁদের কটাক্ষ করেন। কেউ আবার করিশ্মা, করিনার 'ব্যবহার অত্যন্ত খারাপ' বলে কটাক্ষ করেন। সবকিছু মিলিয়ে করিশ্মা কাপুর এবং করিনা কাপুর খানকে নিয়ে জোর কটাক্ষ শুরু হয়ে যায় নেটিজেনদের মধ্যে।

আরও পড়ুন: Urvashi Rautela's Mother Meera Rautela Trolled By Netizens: পন্থের সুস্থতায় স্টেটাস, চরম ট্রোলড ঊর্বশী রাউতেলার মা

 

View this post on Instagram

 

করিশ্মা, করিনার ভিডিয়ো দেখে একের পর এক সমালোচনা, কটাক্ষ উড়ে আসতে শুরু করে...

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)