John Cena Sings SRK Song: 'ভোলিসি সুরাট' গেয়ে শাহরুখকে ভোলালেন জন সেনা, জবাবে কী বললেন কিং খান?

জিমে কসরত করার ফাঁকে কিং খানের ছবির গান গেয়ে ক্লান্তি দূর করলেন জন। গাইলেন শাহরুখ খানের 'দিল তো পাগাল হ্যায়' ছবির গান।

John Cena Sings SRK Song, Actor Reacts (Photo Credits: X)

John Cena Sings SRK Song: ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেনমেন্টের (WWE) অন্যতম তারকা কুস্তিগির জন সেনার (John Cena) কণ্ঠে হিন্দি গান শুনে বেজায় চমকালেন নেটবাসী। হিন্দি গান তাও আবার শাহরুখ খানের (Shah Rukh Khan) 'দিল তো পাগাল হ্যায়' (Dil To Pagal Hai ) ছবির। জিমে কসরত করার ফাঁকে কিং খানের ছবির গান গেয়ে ক্লান্তি দূর করলেন জন। 'ভোলিসি সুরাট আঁখ মে মস্তি' (Bholi Si Surat) গানের তিনটি লাইন  গেয়ে শোনালেন কুস্তিগির। সেই ভিডিয়ো নেটপাড়ায় হুহু করে ছড়িয়ে পড়ে। নজরে আসে বলিউড বাদশারর। ভিডিয়োর জবাবে ধন্যবাদ জানিয়ে শাহরুখ লেখেন, 'আমার খুব পছন্দ হয়েছে'। মজার ছলে অভিনেতা এও বলেন, 'আমার নতুন গানটি তোমায় পাঠানো চাইব এমন ভাবেই গেয়ে শোনাও'।

দেখুন... 

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now

Share Now