Jawan: আগামীকাল জওয়ানের নতুন ঝলক আনছেন শাহরুখ খান, ট্যুইটার জুড়ে #JawanPrevue ঝড়

১২ জুলাই জওয়ান ট্রেলার মুক্তির আগে প্রকাশ্যে আসবে ছবি নতুন ঝলক। আগামীকাল ১০ জুলাই প্রকাশ্যে আসবে জওয়ানের নতুন ঝলক।

Jawan (Photo Credits: Twitter)

পাঠান (Pathaan) সাফল্যের পর থেকেই শাহরুখ (Shah Rukh Khan) ভক্তরা অধীর আগ্রহে পথ চেয়ে বসে আছেন 'জওয়ান' এর (Jawan) জন্যে। ছবির অপেক্ষায় যেন আর তর সইছে না দর্শককুলের। আগামী ১২ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বহু প্রতীক্ষিত হলিউড ছবি মিশন: ইমপসিবল– ডেড রেকনিং পার্ট ওয়ান (Mission: Impossible – Dead Reckoning Part One)। আর সেই ছবি শুরুর আগেই দেখানো হবে জওয়ানের ট্রেলার (Jawan Trailer)। এমনটাই ঘোষণা করা হয়েছে ছবি নির্মাতাদের তরফে। তবে ট্রেলার মুক্তির আগে প্রকাশ্যে আসবে ছবি নতুন ঝলক। আগামীকাল ১০ জুলাই প্রকাশ্যে আসবে জওয়ানের নতুন ঝলক। তা ঘোষণার পর থেকেই ট্যুইটার জুড়ে উঠেছে #JawanPrevue এর ঝড়। ৭ আগস্ট বিশ্বজুড়ে হিন্দি, তামিল, তেলেগু ভাষায় প্রেক্ষাগৃহে মুক্তি জওয়ান।

আরও পড়ুনঃ রিলিজের ঠিক এক মাসে আগে মঙ্গলে মুক্তি অক্ষয়ের ও মাই গডের টিজার

ট্যুইটার জুড়ে #JawanPrevue এর ঝড়... 

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)